প্রকাশিত: Sun, Feb 4, 2024 10:17 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:12 PM

[১]অনৈসলামিক বিয়ে মামলায় ইমরান খান স্ত্রীসহ দোষী সাব্যস্ত, ৭ বছর করে কারাদণ্ড

ইমরুল শাহেদ: [২] ইদ্দত বা অনৈসলামিক বিয়ে সংক্রান্ত মামলায় সিনিয়র সিভিল জজ কুদরতুল্লা আদিয়ালা কারাগারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির প্রত্যেকের ৭ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। একইসঙ্গে তাদের দুইজনের প্রত্যেককে ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। সূত্র: ডন

[৩] বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার ইমরান-বুশরার বিয়েকে ‘অনৈসলামিক ও অবৈধ’ উল্লেখ করে গত বছরের ২৫ নভেম্বর মামলা করেছিলেন। মামলায় মানেকা ইমরান-বুশরার বিয়েকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন। তার দাবি, বুশরা বিবির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে  হয়ে যায় বুশরার। একই সপ্তাহে ইমরান-বুশবার বিরুদ্ধে দ্বিতীয় সাজা ঘোষণা করা হলো। 

[৪] সাব-জেল হিসেবে ঘোষণা করা ইমরান খানের বাসভবন থেকে আদালতে নিয়ে যাওয়া হয় বুশরা বিবিকে। শুক্রবার কারাগার প্রাঙ্গণে প্রায় ১৪ ঘণ্টা মামলার শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি, অভিযুক্তের আইনজীবী সালমান আকরাম রাজা এবং বুশরা বিবির আইনজীবী উসমান গুলও তাদের চূড়ান্ত যুক্তি দেন।

[৫] এর আগে মামলায় চার সাক্ষীর দেওয়া জবানবন্দি শেষ হয়েছে। ৩৪২ ধারায় ইমরান খান ও বুশরা বিবির বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

[৬] ২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন। সম্পাদনা: ইকবাল খান